আবারও বিতর্ক! মাদক-সহ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
সানী রায়, জলপাইগুড়ি, টাইমস বাংলাঃ জলপাইগুড়ি জেলা পুলিশ শহর সংলগ্ন এলাকা থেকে এক সিভিক ভলান্টিয়ারকে মাদকসহ গ্রেফতার করেছে। ধৃত কিশোর রায় বানারহাটের বাসিন্দা। এই ঘটনায় জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পাহাড়পুর এলাকার বালাপাড়ায় স্থানীয়রা এক যুবককে সন্দেহভাজন দেখে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জলপাইগুড়ি স্টেশন এলাকা থেকে মাদক কিনে বানারহাট যাচ্ছিলেন। স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার কাছ থেকে মাদক উদ্ধার করে।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহাল whatsapp মারফত বিবৃতি দিয়ে বলেন, “বানারহাটের এক সিভিক ভলেন্টিয়ারকে আমরা ধরেছি। তাঁর কাছ থেকে কিছু মাত্রায় মাদক পাওয়া গিয়েছে। পুলিশ সুপার জানান উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ 1.5 গ্রাম। এর সাথে ৯৩ টি ট্যাবলেট অফ SPASCORE -VON ক্যাপসুল উদ্ধার করা হয়।তিনি আর সিভিক হিসেবে কর্মরত নন। আমরা ঘটনার তদন্ত করে দেখছি।”
স্থানীয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক বলেন, “মাদক-সহ এক সিভিককে বালাপাড়া এলাকায় সাধারণ মানুষ ধরেছে। তিনি বানারহাট থানায় কর্মরত বলে দাবি করেছিল।”